‘যুদ্ধাপরাধী জামায়াতকে অচিরেই নিষিদ্ধ করা হবে’

প্রকাশিত: 12:07 PM, December 14, 2015

110227Atok-11প্রান্ত ডেস্ক:একাত্তরের যুদ্ধাপরাধী জামায়াতকে অচিরেই নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
শহীদ বুদ্ধিজীবী দিবসে সোমবার সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
হানিফ বলেন, এবারের বুদ্ধিজীবী দিবস জাতির কাছে গুরুত্বপূর্ণ। জাতিকে মেধাশূন্য করতে যারা পাকিস্তানিদের দোসর হয়ে সুপরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করেছে সেই শীর্ষ যুদ্ধাপরাধী মুজাহিদের (আলী আহসান মোহাম্মদ মুজাহিদ) বিচার হয়েছে, রায়ও কার্যকর করা হয়েছে। জাতি আজ কলঙ্ক মুক্তির পথে আরও এক ধাপ এগিয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব যুদ্ধাপরাধীর বিচার করা হবে।
আওয়ামী লীগের নেতাকর্মীরা এসময় তার সঙ্গে ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 70 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ