সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 12:40 PM, December 12, 2015
প্রান্ত ডেস্ক:রাষ্ট্র ও সরকারের মধ্যে যারা (জঙ্গিবাদের প্রমোটার) জঙ্গি কার্যক্রমে মদদ দেয় তাদের চিহ্নিত করে শাস্তি দেয়া এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সরকার থেকে বহিষ্কার করা উচিত বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাত।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত অনুষ্ঠানে মূল প্রবন্ধে তিনি জঙ্গি নির্মূলে সরকারের প্রতি আজ শনিবার দুপুরে এ আহ্বান জানান।
‘বাংলাদেশে মৌলবাদের রাজনৈতিক অর্থনীতি ও জঙ্গিবাদ : মর্মার্থ ও করণীয়’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. আবুল বারকাত। প্রবন্ধে তিনি জঙ্গিদের অর্থায়নের উৎস সম্পর্কে সরকারের যা কিছু জানা আছে তা অতি দ্রুত গণমাধ্যমে প্রচার ও প্রকাশ করা, জঙ্গি অর্থায়নের উৎসমুখ বন্ধ করাসহ ১৫টি সুপারিশ তুলে ধরেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের ইরাক দখলের কড়া সমালোচনা করে ড. আবুল বারকাত বলেন, যুক্তরাষ্ট্র চায় মধ্যপ্রাচ্যকে কবজা করতে। আর এজন্যই ইরাকের ওপর হামলা করে নিয়ন্ত্রণে নিয়েছে। ইরাক নিয়ন্ত্রণ করার লক্ষ্য হচ্ছে বিশ্ববাজারে তেলের মূল্য নির্ধারণে ওপেকের ওপর খবরদারি করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দিন চৌধুরী।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com