সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 1:33 PM, December 10, 2015
প্রান্ত ডেস্ক: মৌলভীবাজার জেলা জাতীয় পাটির সভাপতি সৈয়দ শাহবুউদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হককে কাফনের কাপড় পাঠিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ডাকযোগে তাদের শহরের বসাভবনে এ চিঠি এসে পৌঁছায়।
মৌলভীবাজার জেলা জাতীয় পাটির সভাপতি সৈয়দ শাহবুউদ্দিন বলেন, সকাল ১১টার দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ম রহমান নামে এক ব্যক্তির পক্ষ থেকে একটি চিঠি এসে পৌঁছায়। চিঠিটি খুলে দেখতে পাই খামের ভেতর কাফনের কাপড়, ইঁদুর মারার ওষুধ ও একটি সাদা কাগজ। তাতে লেখা রয়েছে “আপনারা ব্যস্ত রাজনীতিবিদ, রাজনীতি থেকে সরে দাড়ান না হয় বিষ খেয়ে মরেন।”
অপরদিকে জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হক জানান, সকাল ১১টার দিকে ঘুমতে থেকে উঠে দেখতে পাই ম রহমান নামে এক ব্যক্তির পক্ষ থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একটি চিটি এসেছে। সেটি খুলে দেখতে পাই এক টুকরো কাফনের কাপড়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক জানান, আমাকে ফোনে বিষয়টি জানানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com