সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 5:41 AM, December 10, 2015
প্রান্ত ডেস্ক:রাজধানীর মহাখালীর আজরতপাড়ায় বাসায় ঢুকে এক ব্যাংক কর্মকর্তাসহ দু’জনকে কুপিয়ে আহত করার পর দুর্বৃত্তরা তাদের গুলি করে পালিয়ে যায়। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ছয়তলা ভবনের দ্বিতীয় তলার বাসায় ৪-৫ জন ডাকাত রান্নাঘরের গ্রিল দিয়ে ভোরে প্রবেশ করে। এ সময় তারা প্রিমিয়ার ব্যাংকেরবনানী শাখার অফিসার রাজেশ আলেকজান্ডার (৪২) এবং নরেন রঞ্জনকে (৪৫) কুপিয়ে আহত করে। পরে পালিয়ে যাওয়ার সময় তাদের গুলি করে দুর্বৃত্তরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এ দু’জন জানিয়েছেন, দুর্বৃত্তদের কাউকেই তারা চিনতে পারেননি।
এ বিষয়ে তেজগাঁও থানার ওসি (অপারেশন) তাজুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, দুর্বৃত্তরা জানালা ভাঙেনি, এক ধরনের মেডিসিন দিয়ে তা বাঁকানো হয়েছে।
তিনি ধারণা করছেন, কোন বাচ্চাকে ভেতরে প্রবেশ করিয়ে দরজা খুলেছে দুর্বৃত্তরা।
তিনি বলেন, দুর্বৃত্তরা বাসা থেকে কিছু নিতে পারেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
–
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com