সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 6:19 AM, December 9, 2015
প্রান্ত ডেস্ক:ঋণ কেলেঙ্কারির কারণে আলোচিত বেসিক ব্যাংকের তিন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও দুই মহাব্যবস্থাপককে (জিএম) অপসারণ করা হয়েছে। বুধবার তাদের কাছে চিঠি পাঠানো হয় বলে ব্যাংকের একটি সূত্র নিশ্চিত করেছে।
অপসারিতরা হলেন, ব্যাংকটির ডিএমডি ফজলুস সোবহান, মো. রুহুল আলম ও মো. সেলিম এবং মহাব্যবস্থাপক (জিএম) মো. মাহবুবুল আলম ও শামিম হাসান।
এদের মধ্যে ডিএমডি ফজলুস সোবহান অপসারণের চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com