সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 12:01 PM, December 5, 2015
প্রান্ত ডেস্ক: মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সংসদে বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান।আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে ‘সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সাবেক এ সেনাপ্রধান পাকিস্তানের এমন মিথ্যাচারের নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের মিথ্যাচারের পর কেবল নিন্দা জানানোই যথেষ্ট নয়, আমি এর প্রতিবাদ করছি। কেননা একাত্তরে পাকিস্তানি বাহিনী এখানে গণহত্যা চালিয়েছে। তিনি বলেন, পাকিস্তান ডাহা মিথ্যাচার করছে। এটা ঠিক হচ্ছে না। তাদেরকে অবশ্যই অপরাধের কথা স্বীকার করতে হবে। তিনি বলেন, দেশের মানুষের মতো আমিও পাকিস্তানের মিথ্যাচারে ক্ষুব্ধ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পৌর নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তাহলে ৫ই জানুয়ারির অবৈধ নির্বাচনের পরিণতি সরকারকে ভোগ করতে হবে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে পৌর নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করতে হবে বলে জানান তিনি।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com