সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:46 AM, December 3, 2015
প্রান্ত ডস্কে:নতুন জঙ্গি সংগঠন আল-মুজাহিদ অব বাংলাদেশ’র ছয় সদস্যের প্রত্যেককে ৬দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মতিঝিল থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়।
মামলার মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোস্তাফিজুর রহমার প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন।
শুনানি শেষে সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট রাশেদ তালুকদার প্রত্যেকের ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এরা হলেন- জাহিরুল ইসলাম, খন্দকার রাজেস সোবাহান, আবুবক্কর সিদ্দিক, আবরাহাম আহম্মেদ, মোরসেদুল ইসলাম ও কাজী বাপ্পি।
এর আগে বুধবার (০২ ডিসেম্বর) দিনগত রাতে মতিঝিল শাপলা চত্বর ও সোনালী বাংকের সামনে থেকে জেএমবি’র আদলে সংগঠিত মুজাহিদ অব বাংলাদেশের সদস্যদের আটক করা হয়।
আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ বিষয়ে বৃহস্পতিবার সকালে ডিএমপি’র উপ-কমিশনার (মিডিয়া) মুন্তাসিরুল ইসলাম জানান, তারা একটি নতুন জঙ্গি সংগঠনের সদস্য। আল-মুজাহিদ অব বাংলাদেশ নামে সম্প্রতি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে সংগঠনটি।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com