‘সুদের হার বৃদ্ধির প্রস্তাব মেনে নেওয়া যায় না’

প্রকাশিত: 7:04 AM, December 2, 2015

‘সুদের হার বৃদ্ধির প্রস্তাব মেনে নেওয়া যায় না’

imagesপ্রান্ত ডেস্ক:অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশ নিম্ন-মধ্য আয়ের দেশে প্রবেশ করায় বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা এরই মধ্যে সুদের হার বাড়াতে চাচ্ছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কেননা, আমরা ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে যাব, এটি সত্যি। কিন্তু তাই বলে এখন থেকেই সুদের হার বেশী দিতে হবে- এটা কোনো কথা না। এলডিসি দেশ থেকে উন্নয়নে নির্দেশকসমূহের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভায় তিনি এ সব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে বুধবার সকালে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে খসড়া রিপোর্টের ওপর সংক্ষিপ্ত আলোকপাত করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মো. আলকামা সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মো. মেজবাহউদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 101 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ