সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:06 AM, November 21, 2014
বিনোদন ডেস্ক: মার্কিনি রিয়েলিটি শো তারকা কিম কার্দাশিয়ানের ভারতে আসা হচ্ছে না। ভিসা সংক্রান্ত জটিলতায় তিনি ভারতে আসতে পারছেন না। নিজের একটি পারফিউমের প্রচার ও জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস-৮’ এ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তার। কিমের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে হিন্দুস্তান টাইমস একথা জানিয়েছে।
কেন কিমকে ভিসা দেওয়া হয়নি তা স্পষ্ট নয়। তবে ভিসা আবেদনের কতগুলো বিষয় কিম পূরণ করতে ব্যর্থ হওয়ায় তাকে ভিসা দেয়নি বলে ওই সূত্র জানায়। ভিসা না পাওয়ায় তাই সফরটি বাতিল করা হয়েছে।
গত কয়েকদিন ধরেই গণমাধ্যমে খবর বের হয়েছিল যে, বলিউড তারকা সালমান খান উপস্থাপিত জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের চলমান অষ্টম অাসরের একটি পর্বে আজ মুম্বাইয়ে প্রতিযোগিদের সঙ্গে ভাব বিনিময় করবেন কিম। এমনকি বিগ বসে উপস্থিত থাকার বিনিময় হিসেবে তাকে ৫ কোটি ভারতীয় রুপি দেওয়া হচ্ছে বলেও খবরে বলা হয়েছিল।
উল্লেখ্য, নিউ ইয়র্কভিত্তিক পেপার ম্যাগাজিনের শীতকালীন সংস্করণের কভারপেজে কিম কার্দাশিয়ান নিজের দেহের পিছন দিকটা উন্মুক্ত করে ইতোমধ্যেই ওয়েব দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com