অভিনেতা সাঈদ জাফরি আর নেই

প্রকাশিত: 8:55 AM, November 17, 2015

অভিনেতা সাঈদ জাফরি আর নেই

HOT11ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সাঈদ জাফরি আর নেই। ১৪ই নভেম্বর যুক্তরাজ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তার মৃত্যুতে ভারত তথা বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। জীবদ্দশায় বলিউডের অনেক ছবিতে অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা অর্জন করেন। তার জন্ম ১৯২৯ সালে ভারতের পাঞ্জাবে। মঞ্চ অভিনেতা
হিসেবে প্রথম কাজ শুরু করেন তিনি। এরপর অভিনয়ের উপর উচ্চশিক্ষা নিতে বিলেতে রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট-এ পড়াশোনা করেন এ অভিনেতা। এরপর বলিউডে কাজ শুরু করেন জাফরি। ?শতরঞ্জ কি খিলাড়ি, রাম লক্ষণ, দিল, জলোয়া, মাসুম, আজুবা, খুন ভারি মাংসহ অনেক ছবিতে অভিনয় করে নিজেকে অভিনেতা হিসেবে অন্যরকম উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি। এর বাইরে তিনি গান্ধী, এ প্যাসেজ টু ইন্ডিয়া-এর মতো ইংরেজি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। কয়েকটি আন্তর্জাতিক টিভি সিরিয়ালেও তিনি অভিনয় করেছিলেন। সাঈদ জাফরি প্রথম ভারতীয় হিসেবে ‘অর্ডার অফ ব্রিটিশ এম্পায়ার’ সম্মাননা লাভ করেন। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ফিল্মফেয়ারসহ অনেক আন্তর্জাতিক পুরস্কারও অর্জন করেছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে তিন সন্তানের জনক ছিলেন জাফরি। তার প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী ও সাহিত্যিক মধুর জাফরি। ১৯৬৫ সালে প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হবার পর ১৯৮০ সালে জেনিফার শ্যারেলকে বিয়ে করেন তিনি। তার মেয়ে সাকিনাও একজন গুণী অভিনেত্রী। সাঈদ জাফরির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নির্মাতা শেখর কাপুর, অভিনেতা ঋষি কাপুরসহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 104 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ