সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:34 AM, November 19, 2014
বিনোদন ডেস্ক: এর আগে কখনই একজন ডেন্টিস্টকে এভাবে নিজেকে মেলে ধরতে দেখা যায়নি। তাই তো তিনি মিডিয়ায় এতো আলোচিত এবং সমালোচিত। কথা হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় মডেল নায়লা নাঈমকে নিয়ে। বরাবরই খোলামেলা উপস্থাপনের কারণে ইতোমধ্যেই তিনি বিতর্কিত তারকার তকমা গায়ে জড়িয়েছেন। তবে এই বিতর্কই তাকে করে তুলেছে জনপ্রিয়।
আকর্ষণীয় ফিগারের অধিকারিণী নায়লা নাঈম প্রতিদিনই সামাজিক যোগাযোগের মাধ্যমে নতুন নতুন ছবি আপলোড করে ভক্তদের চমকে দেন। তবে খুব সম্প্রতি তিনি একটি ছবি আপলোড করেন যা দেখার পর ভক্তরা মানতে নারাজ কেবল বিকিনিতেই আকর্ষণীয় এই নাইলা নাঈম।
দেখুন, কি অসাধারণই না লাগছে তাকে।
সুইট হার্ট নেক লাইনের এই গাউনটিতে নায়লা নাইমকে বেশ অন্যরকমই দেখাচ্ছে।
এই ছবিগুলো ফেসবুকে আপলোড করার সাথে সাথে ৩৬৩৭টি লাইক, ৪ বার শেয়ার এবং প্রায় ৭৫ জন কমেন্ট করেছেন।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com