ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: 3:56 AM, January 31, 2016

ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সুনাম নিউজ ডেস্ক::
ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০১৬-১৭ সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে সংগঠনের ১৮০২ জন ভোটারের মধ্যে ৮৮৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এক প্যানেলের নেতৃত্বে ছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংকার সি এম তোফায়েল সামী।

অন্য প্যানেলে নেতৃত্ব দেন সাবেক অতিরিক্ত সচিব আবদুল কাদির মাহমুদ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে তোফায়েল সামী প্যানেল থেকে সভাপতি এবং আবদুল কাদির মাহমুদ প্যানেল থেকে সহ-সভাপতি (জালালাবাদ) নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ ১১টি পদে একজন করে প্রার্থী থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আ ফ ম ইয়াহিয়া চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের একটি কমিটি নির্বাচন পরিচালনা করে। সেখানে অন্য দুই সদস্য হলেন- আবদুল মোনায়েম নেহেরু এবং এম এনামুল হক চৌধুরী। নির্বাচন পরিচালনা কমিটির ঘোষণা মতে, নতুন দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি সি এম তোফায়েল সামী, সহ-সভাপতি (জালালাবাদ এলাকা) নাসির উদ্দিন আহমদ মিঠু। সিলেট বিভাগের চার জেলার ৪ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী (সিলেট), আব্দুল মজিদ চৌধুরী (মৌলভীবাজার), এম আই চৌধুরী (সুনামগঞ্জ) এবং জালাল আহমদ (হবিগঞ্জ)। সহ-সভাপতি (মহিলা) পদে বেগম শাহানা কবির, সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা, কোষাধ্যক্ষ অ্যাড. জসিম উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক-১ ড. জিয়াউল ইসলাম মুন্না, যুগ্ম সম্পাদক-২ ফাহিমা খানম চৌধুরী, দপ্তর সম্পাদক এমএ কাদির, সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক আব্দুল হান্নান, শিক্ষা, সাহিত্য ও প্রচার সম্পাদক মোস্তফা সেলিম, ক্রীড়া, চিত্তবিনোদন ও সাংস্কৃতিক সম্পাদক আ.ফ.ম সিরাজুল ইসলাম, মহিলাবিষয়ক সম্পাদক রোকেয়া খাতুন রুবি, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাকুর মজিদ।

প্রতিটি জেলায় দুজন করে সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন- সদস্য (সিলেট) অ্যাড. আব্দুস শহিদ ও নাঈমুর রহমান, সদস্য (মৌলভীবাজার) আব্দুর রউফ ও জসিম উদ্দিন আহমদ, সদস্য (সুনামগঞ্জ) ডা. ওমর খৈয়াম ও মোসতাক হোসেন চৌধুরী, সদস্য (হবিগঞ্জ) আজিজুর রহমান ও অ্যাড. আবুল কালাম আজাদ। এছাড়াও জালালাবাদ এলাকায় আরও ৮ জন সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন- সি এম কয়েস সামী, ইমাম মেহেদী চৌধুরী (এনাম), মফিজুর রহমান চৌধুরী নবাব, মোহাম্মদ কামাল উদ্দিন আহমদ, অ্যাড. আব্দুল মজিদ চৌধুরী মিন্টু, সাব্বির আহমদ মুবিন, ক্যা. (অব.) মিজানুর রহমান ও সৈয়দ বজলুল করিম।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 114 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ