সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 12:08 PM, November 3, 2014
বিনোদন ডেস্ক: সানি লিওন তার পরবর্তী সিনেমা মাস্তিজাদের আনন্দ থেকে বঞ্চিত! কি, অবাক হচ্ছেন? সত্যি সত্যিই কিন্তু তাই। সানি তার পরবর্তী সিনেমার শুটিংয়ের কাজ ইতোমধ্যেই শেষ করে ফেলেছেন। কাজেই মাস্তিজাদের সদস্যদের দুষ্টুমি করে কাটানো মুহূর্তগুলো তো তাকে পীড়া দেবেই। তবে এখানেই শেষ নয়, সাথে যোগ হয়েছে নতুন এক মন খারাপ।
পাতায়াতে এতদিন মাস্তিজাদের শুটিংয়ে ব্যস্ত ছিলেন সানি লিওন। তবে কিছুদিন আগেই তিনি তার অংশের শুটিং শেষ করেছেন এবং মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিন্তু সিনেমার সদস্যদের সাথে শুটিং সমাপ্তের পার্টিতে যোগ দিতে চেয়েছিলেন সানি। অবশেষে ইচ্ছার বিরুদ্ধে সানিকে মুম্বাইতে ফিরে আসতে হল।
এ প্রসঙ্গে সানি তার টুইটার একাউন্টে লেখেন, প্রথমবারের মতো আমার শুটিং শেষ করে মুম্বাইয়ে ফিরে যেতে ইচ্ছে করছে না।
উল্লেখ্য, কমেডি ধাঁচের এই সিনেমাতে সানির বিপরীতে দেখা যাবে তুষার কাপুরকে। মাস্তিজাদে পরিচালনা করছেন মিলাপ জাভেরি।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com