সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 8:15 AM, October 25, 2015
প্রান্ত ডেস্ক: পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা পীযূষ গাঙ্গুলী। শনিবার দিবাগত রাত পৌনে তিনটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলাদেশের নারায়ণগঞ্জে জন্ম নেয়া এই গুণী অভিনেতার মৃত্যুকালে বয়স হয়েছিল ৫০ বছর। মূলত মাল্টি অর্গান ফেলিওর-এর কারণেই তার মৃত্যু হয়। এর আগে, গত মঙ্গলবার সপ্তমীর সন্ধ্যায় পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সাঁতরাগাছি সেতুর ওপর সড়ক দুর্ঘনটায় গুরুতর আহত হন পীযূষ। তার সঙ্গে গাড়িতে থাকা নৃত্যশিল্পী মালবিকা সেনও আহত হন সে দুর্ঘটনায়। শরীরের ডানদিকের অংশে মাল্টিপল ফ্র্যাকচার হয় পীযূষের। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেখানে থেকে তাদের স্থানান্তর করা হয় কলকাতা বেলভিউ নার্সিং হোমে। দুর্ঘটনার খবর পেয়ে ওই দিন রাতেই তাকে হাসপাতালে দেখতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। গত শুক্রবার দুপুর থেকেই পীযূষের অবস্থার অবনতি হতে থাকে। হাসপাতাল থেকে জানানো হয় পীযূষের অবস্থার অত্যন্ত সঙ্কটজনক। শনিবার তার মুখ ও হাতে অস্ত্রোপচারের কথা থাকলেও তা বাতিল করা হয়। তাকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে। সেখানেই মৃত্যু হয় পীযূষের। উল্লেখ্য, ১৯৬৫ সালে ২রা জানুয়ারি বাংলাদেশের নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। পরে কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেখানে ন্যাশনাল ব্যাঙ্ক অর এগ্রিকালচার এন্ড রুরাল ডেভলপমেন্ট (নাবার্ড)-এ তার কর্মজীবন শুরু হলেও পরের দিকে অভিনয় জগতে নাম লেখান পীযূষ। প্রথম দিকে মঞ্চে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। পীযূষ অভিনীত মঞ্চনাটকের মধ্যে উল্লেযোগ্য ছিল ‘জেষ্ঠ্য পুত্র’, ‘আক্ষরিক’, ‘জোছনা’, ‘১৭ জুলাই’, ‘ব্রেইন’, ‘সিনেমার মতো’, ‘গ্যালিলিও গ্যালিলি’ ইত্যাদি। ছোট পর্দায় ‘আবার জখের ধন’ সিরিয়াল দিয়ে কাজ শুরু করেছিলেন তিনি। এরপর ‘জন্মভূমি’, ‘সোনার হরিণ’, ‘জল নূপুর’, ‘চোখের হারা তুই’, আঁচলসহ একাধিক সিরিয়ালে অভিনয় করছিলেন তিনি। গত ২০ বছর ধরে বাংলা টিভি সিরিয়ালে জনপ্রিয় মুখ পীযূষ বড় পর্দাতেও কাজ করেছেন । ‘মোহুলবনির সেরেং’ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে ২০০৫ সালে বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোশিয়েশন (বিএফজেএ)-এর পুরস্কার অর্জন করেন তিনি। ২০১৪ সালে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রালয়ের তরফে টেলি একাডেমি পুরস্কার পান । এছাড়াও পেয়েছেন অসংখ্য পুরস্কার। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com