সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 6:26 AM, October 20, 2015
প্রান্ত ডেস্ক:হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ। অশুভ শক্তির বিনাশ ও বিশ্বের সকল প্রাণীর মঙ্গল কামনায় সকাল সোয়া ৭টায় শুরু হয় মহাসপ্তমী পূজা।
পাঁচ দিনব্যাপী এই উৎসবে আজ মন্ডপে মন্ডপে ভক্ত দর্শনার্থীদের আরাধনায় সিক্ত হবেন দেবী। এ উপলক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত মন্দির ও মন্ডপে-মন্ডপে চলবে দেবী দূর্গার পূজা অর্চনা ও অঞ্জলী প্রদান।
আবহমান কাল ধরে সকল ধর্মের মানুষের অংশগ্রহনে এই উৎসব নিয়েছে সার্বজনীন রুপ।
২১ অক্টোবর মহাষ্টমী, কুমারীপূজা, সন্ধিপূজা। ২২ তারিখ মহানবমী পূজা। সনাতন পঞ্জিকা মতে, এবার ২২ অক্টোবর একই দিনে মহানবমী ও বিজয় দশমী। তবে সারা দেশে ২৩ অক্টোবর বিজয়া শোভাযাত্রাসহকারে প্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত হয়েছে। মহালয়ার দিন থেকেই মূলত শুরু হয় দেবী দুর্গার আগমনধ্বনি।
, এ বছর সারা দেশে ২৯ হাজার ৭৪টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে।
এদিকে উৎসবকে নির্বিঘ্ন করতে সারাদেশে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীসহ সারা দেশের প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, বিজিবি, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে।
পুলিশ ও র্যাববের পাশাপাশি প্রায় প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক বাহিনী দায়িত্ব পালন করছে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com