অহংকারী কারিনাও যখন সাধারণ মানুষ!

প্রকাশিত: 11:04 AM, October 30, 2014

অহংকারী কারিনাও যখন সাধারণ মানুষ!

kareena kapoorবিনোদন ডেস্ক: বলিউডে কারিনা কাপুরের সাথে খুব কম তারকারই বনিবনা হয়। অহংকারী এবং সোজাসাপটা কথায় বিশ্বাসী কারিনা কেবল একজনের কথাই অক্ষরে অক্ষরে পালন করেন। এবং এই তারকার প্রতি কারিনার বেশ দুর্বলতাও কাজ করতে দেখা যায়। না, সেই তারকা সাইফ আলী খান নন। তবে? কারিনার নতুন কোনো প্রেমিক বুঝি? ভয় পাবার কোনো কারণ নেই, কেননা সেই তারকাটি আর কেউ নন, কারিনার বড় বোন কারিশমা কাপুর।
প্রেমিক নির্বাচন থেকে শুরু করে জীবনের ছোট ছোট বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে বড় বোন কারিশমার সাথে আলোচনা করে নেন এই অভিনেত্রী। সম্প্রতি কারিশমা এবং তার দুই সন্তানের সাথে গ্যালারীতে কারিনা-সাইফ দম্পতিকে দেখা গেল। একসাথে পুরো পরিবারকে বেশ আনন্দিতই মনে হচ্ছিল।
সম্প্রতি কারিনা তার ফেসবুক আকাউন্টে দুটি ছবি ভক্তদের উদ্দেশ্য প্রকাশ করেন। ছবিটিতে দেখাচ্ছে, দর্শক সারিতে কারিশমার দুই সন্তানের সাথে কারিনা-সাইফ বসে আছেন। আর এই মুহূর্তগুলো কখনো কারিনা, কখনো সাইফ আবার কখনো কারিশমা তাদের ক্যামেরায় বন্দী করছেন। অহংকারী কারিনা কাপুরও যে আসলে সাধারণ মানুষ, নিজের পরিবারের সাথে আনন্দ করতে জানেন, সেটাই প্রমাণ করে ছবিগুলো।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 110 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ