তিন্নির জীবনে নতুন মানুষ

প্রকাশিত: 9:10 AM, October 1, 2015

বিনোদন ডেস্ক: নাট্য-অভিনেতা আদনান ফারুক হিল্লোলের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর তিন্নি একাকী জীবনেই অভ্যস্ত হয়ে পড়েন। তিন্নির একাকীত্ব ঘুচতে যাচ্ছে এবার। কারণ তিন্নি নিজেই জানিয়েছেন তার জীবনে এসেছে নতুন মানুষ।
৩০ সেপ্টেম্বর ফেসবুকে ২১টি ছবি পোস্ট করে তিন্নি লিখেন, ‘আমার জীবনে এসেছে এক নতুন মানুষ।তার নাম এ এইচ এস। যে আমার জীবনকে আবারো সুন্দর করে তুলেছে। আমার স্বাদ-আহ্লাদ পূরণ করছে।’
তিন্নির স্ট্যাটাস থেকে এটা অনুমান করা যায় আদনান হুদা সাদ তিন্নির জীবনে নতুন সুখের বার্তা নিয়ে হাজির হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 70 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ