সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:25 AM, October 23, 2014
বিনোদন ডেস্ক : অভিনেতা ইমরান হাশমি বলিউডের ছবিতে চুম্বনদৃশ্যে অভিনয় করে ‘সিরিয়াল কিসারে’র খেতাব পেয়েছেন। স্বাভাবিকভাবেই ইমরান-ভক্তরা এত দিন অপেক্ষায় ছিলেন বলিউডের সুপারহট সানি লিওনের সঙ্গে তার জুটিটি দেখার জন্য। কিন্তু সানি লিওনের সঙ্গে কাজ করার প্রস্তাব সরাসরি ফিরিয়ে দিয়েছেন ইমরান হাশমি।
ইমরান এখন হামারি আধুরি কাহানি শিরোনামের একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত। সম্প্রতি তিনি তার পরবর্তী সিনেমা অংলির একটি গানের প্রচারণার জন্য মুম্বাইয়ে এসেছিলেন। সে সময় সিনেমাটির একটি আইটেম গানে সানি লিওনের সঙ্গে ইমরান হাশমিকে কাজ করার প্রস্তাব দেন এ ছবির পরিচালক। কিন্তু সানি লিওনের সঙ্গে কোনো প্রকার কাজ করতে অস্বীকৃতি জানিয়েছেন হাশমি।
অংলি সিনেমার সঙ্গে সম্পৃক্ত এক সূত্র জানায়, ‘আমরা একটি প্রচারণামূলক গানের জন্য অনেক দিন ধরে কাজ করছি। আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান চাইছে, এই গানে ইমরানের সঙ্গে সানি লিওন কাজ করুক। কিন্তু ইমরান সানির সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছেন।’
এদিকে ইমরানের ঘনিষ্ঠ এক ব্যক্তি বলেছেন, ‘ইমরান বলিউডে তার একটি ইমেজ তৈরি করেছে। সে এখন সানি লিওনের সঙ্গে কাজ করে তার ইমেজ নষ্ট করতে চাইছে না।’
এ বিষয়ে ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও ইমরান হাশমির সঙ্গে যোগাযোগ করলে তাদের কাউকেই পাওয়া যায়নি বলে জানা যায়।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com