সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 5:45 PM, January 31, 2016
এক ম্যাচ হাতে রেখে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো টাইগার যুবারা। স্কটল্যান্ডের বিপক্ষে তারা দেখলো ১১৪ রানের সহজ জয়। ৪৭.২ ওভারে ১৪২ রানে গুটিয়ে গেল স্কটল্যান্ডের ইনিংস । যুব বিশ্বকাপে তৃতীয়বারের মতো কোয়ার্টার ফাইনালের কৃতিত্ব দেখালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৪২ ওভার শেষে স্কটল্যান্ডের সংগ্রহ ছিল ১৩০/৬। জয়ের জন্য তখন স্কটিশদের প্রয়োজন ৪৮ বলে ১২৭ রানের। বল হাতে স্কটিশ ব্যাটসম্যানদের পরীক্ষা নিলেন সালেহ আহমেদ শাওন গাজী। ১০ ওভারের স্পেলে মাত্র ২৭ রানে তিন উইকেট নিলেন বাংলাদেশের তরুণ এ অফস্পিনার। পেসার সাইফুদ্দিনেরও শিকার তিন উইকেট। ৭.২ ওভারের স্পেলে সাইফুদ্দিন দেন মাত্র ১৭ রান।
বড় টার্গেটের পেছনে ৪৮ রান তুলে নিয়ে স্বাগতিকদের জন্য হুমকি হয়ে উঠছিলেন স্কটল্যান্ডের দুই ওপেনার। তবে এক ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে লাগাম নিজেদের হাতে নিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এতে উজ্জ্বল নৈপুণ্য দেখান বাংলাদেশের ইনফর্ম দুই তরুণ তারকা মিরাজ-শান্ত। ১৩তম ওভারে বল হাতে দলকে প্রথম সাফল্য এনে দেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মিরাজের ডেলিভারিতে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন স্কটল্যান্ড ওপেনার নেইল ফ্লেক। একই ওভারে শান্তর ক্ষিপ্র ফিল্ডিংয়ে রান আউটের শিকার হন স্কটল্যান্ডের ওয়ানডাউন ব্যাটসম্যান ওয়াইস শাহ। যুব বিশ্বকাপে এর আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে বিপক্ষে ২৫৭ রানের টার্গেট ইয়ং টাইগাররা। বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৫৬। টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুরতে দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়লেও নাজমুল হোসেন শান্ত’র সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছে বাংলাদেশ। ১১২ বলে ১০টি চারের সাহায্যে ১১৭ রান করে অপরাজিত থাকেন শান্ত। এর আগে যুব বিশ্বকাপের একাদশতম আসরের ১৪তম ম্যাচে মাঠে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের যুবারা। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় স্কটিশরা। বাংলাদেশের পক্ষে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৫১ ও সাইফ হাসান ৪৯ রান করেন। স্কটল্যান্ডের মোহাম্মদ গাফফার ৪টি উইকেট নেন।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com