ইন্সটাগ্রামে ব্রিটিশ তারকার অর্ধনগ্ন সেলফি

প্রকাশিত: 11:07 AM, October 22, 2014

ইন্সটাগ্রামে ব্রিটিশ তারকার অর্ধনগ্ন সেলফি

selfi20141022163547বিনোদন ডেস্ক : ‘দ্য অনলি ওয়ে ইজ এসেক্স’ রিয়েলিটি শো খ্যাত ব্রিটিশ অভিনেত্রী এবং গায়িকা লরেন গুডজার সম্প্রতি ইন্সটাগ্রামে তার অর্ধনগ্ন সেলফি প্রকাশ করেছেন। গত মঙ্গলবার বিকেলে নিজের এ সেলফিটি প্রকাশ করেছেন তিনি।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বাইরে বের হওয়ার জন্য প্রস্তুত হচ্ছি।’
ছবিতে তাকে প্রায় অর্ধনগ্ন অবস্থায় দেখা গেছে, এ সময় তিনি শুধু একটি কালো রঙ্গের গাউন দিয়ে তাকে ঢেকে রেখেছিলেন।
এর আগেও এ তারকা তার অনেক সেলফি অনলাইনে প্রকাশ করেছেন। তবে এমন খোলামেলা সেলফি তিনি এবারই প্রথম দিয়েছেন।
তার এমন সেলফি নিয়ে সমালোচনার ঝড় বইয়ে যাচ্ছে ব্রিটিশ মিডিয়ায়।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 117 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ