সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:07 AM, October 22, 2014
বিনোদন ডেস্ক : ‘দ্য অনলি ওয়ে ইজ এসেক্স’ রিয়েলিটি শো খ্যাত ব্রিটিশ অভিনেত্রী এবং গায়িকা লরেন গুডজার সম্প্রতি ইন্সটাগ্রামে তার অর্ধনগ্ন সেলফি প্রকাশ করেছেন। গত মঙ্গলবার বিকেলে নিজের এ সেলফিটি প্রকাশ করেছেন তিনি।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বাইরে বের হওয়ার জন্য প্রস্তুত হচ্ছি।’
ছবিতে তাকে প্রায় অর্ধনগ্ন অবস্থায় দেখা গেছে, এ সময় তিনি শুধু একটি কালো রঙ্গের গাউন দিয়ে তাকে ঢেকে রেখেছিলেন।
এর আগেও এ তারকা তার অনেক সেলফি অনলাইনে প্রকাশ করেছেন। তবে এমন খোলামেলা সেলফি তিনি এবারই প্রথম দিয়েছেন।
তার এমন সেলফি নিয়ে সমালোচনার ঝড় বইয়ে যাচ্ছে ব্রিটিশ মিডিয়ায়।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com