সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:55 PM, January 30, 2016
ছাতক সংবাদদাতা: দক্ষিণ ছাতকের প্রত্যন্ত জনপদে আলোর শিখা জ্বালিয়ে স্ব মহিমায় উজ্জ্বল একটি শিক্ষা প্রতিষ্ঠান জনতা মহাবিদ্যালয়, মঈনপুর । গত ৩০ শে জানুয়ারী জনতা মহাবিদ্যালয় ডিগ্রী কলেজ প্রাঙ্গনে স্হানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক দুই কোটি টাকা ব্যয়ে কলেজের উর্ধ্বমুখী ভবন-১ সম্প্রসারণ কাজ, আইসিটি ল্যাব, ওয়েব সাইট এর শুভ উদ্বোধন করেন। অনুষ্টানের স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আখলাকুর রহমান। কলেজের সভাপতি ছাতক উপজেলা নির্বাহী কমকর্তা আরিফুজ্জামানের সভাপত্বিতে এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান বকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু শাহাদত লাহিন, সাবেক চেয়ারম্যান মাসুক মিয়া, অধ্যক্ষ নেছার আহমদ, মহিতুল বারী, আওয়ামিলীগ নেত শায়েস্তা মিয়া। অন্যন্যদের মধ্যে উপস্হিত ছিলেন, আওয়ামিলীগ নেতা ইউসুফ আলী, প্রভাষক হেলাল আহমদ চৌধুরী, প্রভাষক রুহল করিম শিবলু ও এলাকার গন্য মান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com