সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 7:41 AM, September 17, 2015
প্রান্ত ডেস্ক:সাভারের আলোচিত রানা প্লাজা ধসের ঘটনায় নির্মিত চলচ্চিত্র ‘রানা প্লাজা’র প্রদর্শন ও সম্প্রচারের বিরুদ্ধে দায়ের করা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে ছবিটির প্রদর্শন ও সম্প্রচারে আর কোনো ধরনের আইনি বাধা রইলো না।
রানা প্লাজা বিষয়ে রিটকারীদের রিভিউ আবেদন খারিজ করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
এ আদেশের ফলে ‘রানা প্লাজা’ চলচ্চিত্র প্রেক্ষাগৃহে প্রদর্শন ও সম্প্রচারে কোনো বাধা রইলো না বলে জানিয়েছেন প্রযোজক শামীমা আক্তারের আইনজীবী সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক এ এম আমিন উদ্দিন।
বৃহস্পতিবার আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমীর উল ইসলাম, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। প্রযোজকের পক্ষে ছিলেন, ব্যারিস্টার রোকন উদ্দিন, এ এম আমিন উদ্দিন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com