নিজের চরিত্রেই অভিনয় করছেন নিপুণ

প্রকাশিত: 9:04 AM, September 15, 2015

zoniপ্রান্ত ডেস্ক :জাতীয় পুরষ্কার জয়ী অভিনেত্রী নিপুণ ঈদুল আযহা উপলক্ষ্যে বেশ কয়েকটি নাটকে কাজ করছেন। বড় পর্দার অভিনেত্রী হলেও ইদানিং ছোট পর্দাতেই বেশি সময় দিচ্ছেন তিনি।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমের সঙ্গে ‘আমি ভিলেন হতে চাই’ নাটকে দেখা যাবে নিপুণকে। নাটকটি পরিচালনা করেছেন আর বি প্রীতম। এফডিসিতেই বেশিরভাগ শুটিং হয়েছে এটি।
মফস্বল থেকে আসা এক যুবকের স্বপ্ন থাকে খল চরিত্রে অভিনয়ের, এই কাহিনী নিয়েই নির্মিত হয়েছে নাটকটি। কাজের সুযোগও হয়, কিন্তু কয়েকটি কাজ করার পর যখন সে দেখে সাধারন মানুষ পর্দার ভিলেনকে বাস্তবেও খারাপ মানুষ ভাবছে, তখনই স্বপ্ন বদলে যায় তার।
এই নাটকে অভিনয় প্রসঙ্গে নিপুণ বলেন, ‘আমার মনেই হয়নি অভিনয় করছি। মনে হয়েছে নিজের চরিত্রের মধ্যেই রয়েছি। আশা করছি দর্শকরা এই নাটক উপভোগ করবে।’
এই নাটকে নিপুণ ‘নায়িকা নিপুণ’ চরিত্রেই অভিনয় করছেন।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 73 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ