সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 10:48 AM, September 13, 2015
প্রান্ত ডেস্ক:বাংলাদেশ চলচ্চিত্রের নবাব আনোয়ার হোসেন। আজ তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৩ সালের এই দিনে পৃথিবী থেকে বিদায় নেন তিনি। আজ তার মৃত্যুবার্ষিকীতে চলচ্চিত্রসহ দেশের সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই শোকবার্তা প্রকাশ করেছেন। এছাড়া খণ্ড খণ্ড ভাবে বিভিন্ন জায়গায় তার স্মরণে দোয়া অনুষ্ঠান আয়োজন করা হবে।
অভিনেতার সহধর্মীনি নাসিমা আনোয়ার গত শুক্রবার একটি মিলাদ মাহফিলের আয়োজন করেন। আর এ বিষয়ে নাসিমা আনোয়ার বলেন, তার মৃত্যুবার্ষিকীর আগেই একটি শুক্রবার পাওয়ায় আমরা পরিবারের পক্ষ থেকে শুক্রবারেই মিলাদের আয়োজন করেছি।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com