হ্যাপির হুমকি !

প্রকাশিত: 10:30 AM, September 13, 2015

polyপ্রান্ত ডেস্ক:আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়ে আবারও আলোচনায় এলেন অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। তবে এবার ক্রিকেটার রুবেল নয় বরং যারা তাকে সামাজিক যোগাযোগের মাধ্যমে হেয় কিংবা অপমান করছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তিনি । এ প্রসঙ্গে তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন,”অনেকবার আমি সাবধান করেছি এবং বলেছি আপনারা আমার ফেইক পেইজ ও আইডি বানিয়ে সেখানে বিভ্রান্তকর পোস্ট করবেন না। কিন্তু আপনারা কানে তোলেননি। এ মুহূর্ত থেকে যদি কারও কোনো পোস্ট দেখে মনে হয়, সেই পোস্টের দ্বারা আমাকে অপমাণ করার চেষ্টা হচ্ছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত বা আমার সম্মান নষ্ট হচ্ছে তাহলে তার বা তাদের বিরুদ্ধে দ্রুত আইনের সহায়তা নেব।”

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 67 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ