সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 10:25 AM, September 12, 2015
প্রান্ত ডেস্ক: ১০ সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিলো হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ ছবির। কিন্তু কথা দিয়েও বাংলাদেশে আসলেন না পাওলি দাম। আর এ কারণে আটকে গেল ছবির কাজ।
হাসিবুর রেজা কল্লোলকে পাওলি নিজের অসুস্থতার কথা জানোলেও ভারতীয় মিডিয়া বলছে ভিন্ন কথা।
বেশকিছু ভারতীয় গণমাধ্যম জানিয়েছে খুব শিগগীরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পাওলি।আর এ কারণে শুটিং কমিয়ে দিয়েছেন তিনি।
প্রসঙ্গত. ‘সত্তা’ ছবিতে পাওলির বিপরীতে অভিনয় করছেন শাকিব খান।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com