সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 1:13 PM, October 17, 2014
বিনোদন ডেস্ক : ক্যারিয়ারের শুরুতে পুরুষ সহশিল্পীদের যৌন লালসার শিকার হয়েছিলেন আমেরিকান পপ তারকা লেডি গাগা। তবে ২৮ বছর বয়সী এ পপ তারকা যৌনলালসা থেকে নিজেকে রক্ষাও করেছেন। তরুণ প্রজন্মের কাছে সংগীত অঙ্গনের অন্ধকার দিক তুলে ধরতেই তিনি এসব তথ্য প্রকাশ করেন। খবর দ্য টাইমসের।
তার দুঃসহ অতীত সম্পর্কে লেডি গাগা বলেন, সংগীত অঙ্গনে পুরুষ সহশিল্পীদের নিয়ে আমার দুঃখজনক কিছু অভিজ্ঞতা আছে। তারা আমাকে অনেক বাজে প্রস্তাব দিয়েছে। যা ভাবলে আমি মাঝে মাঝেই অপ্রস্তুত হয়ে যাই।
এ প্রস্তাবগুলো যৌনতামূলক ছিল কিনা এমন প্রশ্নের জবাবে গাগা বলেন, অবশ্যই, আমি এ গুলোর পুরোপুরি ব্যাখ্যা করতে চাই না। এই পেশায় যারা নতুন এবং এই মুহূর্তে যারা এই লেখা পড়ছেন, আমি আশা করব তারা যেন তাদের লক্ষ্য অর্জনের ব্যাপারে থেমে না যায়। আপনার যদি প্রতিভা থাকে তাহলে কঠোর পরিশ্রম করে আপনি আপনার স্বপ্ন অবশ্যই পূরণ করতে পারবেন।
কিছুদিন আগে পপ শিল্পী কেশা তার প্রযোজকের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা দায়ের করেছেন। এ নিয়ে সংগীতাঙ্গনে সমালোচনা ঝড় বইছে। লেডি গাগা এখন ‘আর্ট র্যাভে : দ্য আর্টপপ বল ট্যুর’ নিয়ে ব্যস্ত আছেন।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com