সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 7:58 AM, September 7, 2015
প্রান্ত ডেস্ক:ভারতের আলোচিত অভিনেত্রী পাওলি দাম ৯ সেপ্টেম্বর ঢাকায় আসছেন ’সত্ত্বা’ ছবির শুটিং করতে। কিন্তু যখনই সংবাদ মাধ্যমে পাওলির বাংলাদেশে আসার খবর নিশ্চিত হয় তখন থেকেই আওয়ামী ওলামা লীগের একাংশ- ওলামা লীগ পাওলির বাংলাদেশ সফর প্রতিহত করার ঘোষণা দেয়।
রবিবার গণমাধ্যমে পাঠানো আওয়ামী ওলামা লীগের সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সাত্তার এক বিবৃতিতে বলেন, ‘অভিনেত্রী পাওলি দাম যদি আগামী ৯ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন তাহলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঘেরাও করা হবে। পীর-আউলিয়ার পূণ্যভূমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে পাওলি দামের সফর যে কোনো মূল্যে প্রতিহত করা হবে’।
বিবৃতিতে তিনি আরো বলেন, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলায় পাওলি দামের মত কুলাঙ্গারের সফর অনভিপ্রেত। সরকার দেশের বৃহত্তর জনগোষ্ঠীর দাবির প্রতি সম্মান দেখিয়ে এই বিশ্ব বেহায়ার সফর অবিলম্বে বাতিল করা উচিত।
এ বিষয়ে ‘সত্ত্বা’ ছবির পরিচালক হাসিবুর রেজা কল্লোল বলেন, ‘এ বিষয়টাকে এভাবে গুরুত্ব দেওয়ার কিছু নেই। গতকালও তারা মানববন্ধনে বিভিন্ন কথা বলেছিলো। আর এ বিষয়ে কোনো নিউজ করার দরকার নেই।’
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com