হেজেলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন যুবরাজ?

প্রকাশিত: 10:57 AM, September 6, 2015

zoniবিনোদন ডেস্ক: ক্রিকেটের মাঠের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ বলে খ্যাত যুবরাজ সিং কি বিরাট কোহলির পদাঙ্ক অনুসরণ করেছেন?
এক সময় মাঠে চার ছক্কার বন্যা বইয়ে দেওয়া এই ক্রিকেটার এখন বলিউডের মডেল কাম অভিনেত্রী হেজেল কিচের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। সম্প্রতি তাকে নিয়ে লন্ডনে ছুটিও কাটিয়েছেন যুবি।
এ ব্যাপারে অবশ্য প্রকাশ্যে মুখ না খুললেও গুঞ্জন এড়াতে পারেন নি তারা। পাবলিক প্লেসেও একাধিকবার এই জুটিকে এক সঙ্গে দেখা গিয়েছে।
তবে তাদের মধ্যে সত্যিই যে প্রেমের সম্পর্ক রয়েছে তা নিয়ে এক প্রকার নিশ্চিত তাদের ঘনিষ্ঠ অনেকে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 77 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ