সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 12:23 PM, August 26, 2015
প্রান্ত ডেস্ক:সম্ভাবনাময়ী মডেল ও চিত্রনায়িকা শ্রাবণী পুষ্প। সম্প্রতি পাগল বাড়ির প্রেম শিরোনামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এফ আই মানিকের তত্ত্বাবধানে সিনেমাটি পরিচালনা করছেন সুজন বন্ধু। এ সিনেমায় শ্রাবনী পুষ্পর বিপরীতে কে অভিনয় করছেন তা এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক।
এ প্রসঙ্গে সুজন বন্ধু বলেন, ‘সিনেমাটিতে নায়িকা হিসেবে শ্রাবনী পুষ্প চুক্তিবদ্ধ হয়েছে। নায়ক এখনো ঠিক হয়নি। তবে কথা চলছে। খুব শিগগিরি নায়ককে চুক্তিবদ্ধ করানো হবে। তবে নায়কের ভূমিকায় এ সময়ের জনপ্রিয় কেউ থাকবে। এ ছাড়াও এতে আরো অভিনয় করবেন সাদিয়া আফরিন।’
সিনেমাটি প্রযোজনা করছেন এফ এম শরীফ ও মোহাম্মদ বিল্লাল হোসেন। ফেয়ার ড্যান্স একাডেমী নিবেদিত ও মা কথা চিত্রের ব্যানার নির্মিত হচ্ছে এ সিনেমাটি।
সিনেমা প্রসঙ্গে প্রযোজক বিল্লাল হোসেন বলেন, ‘ইতোমধ্যে সিনেমাটির চারটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহে পুবাইলে সিনেমাটির শুটিং শুরু হবে।’
এ সিনেমায় গান থাকছে পাঁচটি। গান গুলোতে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, কণির্য়া, মনির খান, আঁখি আলমগীর, মৌটুসী, কিশোর এবং নাজু। গান গুলোর কথা, সুর ও সংগীতায়োজন করেছেন ফিরোজ প্লাবন।
শ্রাবণী পুষ্প বেশ কিছু বিজ্ঞাপনচিত্র ও সিনেমায় কাজ করেছেন। নোভা ফ্রিজ, ফিজা চানাচুর, অ্যাংকর ঝিলিক মেহেদি, হরকিউলিস ড্রিংকস, বেঙ্গল ফার্নিচারসহ বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। এছাড়া কয়েকটি সিনেমায়ও কাজ করেছেন এ অভিনেত্রী।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com