সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 8:30 AM, August 26, 2015
প্রান্ত ডেস্ক:জিটিভিতে প্রতি সপ্তাহে প্রচারি হচ্ছে অপি করিমের উপস্থাপনায় সেলিব্রেটি আড্ডানুষ্ঠান ‘এস কিউ লাইট’স অপি’স গ্লোয়িং চেয়ার’। এই অনুষ্ঠানের মাধ্যমে অভিনেত্রী অপি করিম আবারও উপস্থাপনায় ফিরলেন।
এটি এই সময়ের জনপ্রিয় সেলিব্রেটি আড্ডানুষ্ঠান। অনুষ্ঠানে অতিথি হয়ে বিভিন্ন সময় স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং প্রথিতযশা লেখক, সাংসদ, অভিনয়শিল্পী এবং গায়ক-গায়িকারা উপস্থিত হয়েছেন।
তারই ধারাবাহিকতায় অপি’স গ্লোয়িং চেয়ার’ অনুষ্ঠানের এরারের পর্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে জীবনের নানা দিক নিয়ে কথা বলবেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বলবেন ব্যক্তি তিশা থেকে তারকা তারকা হয়ে ওঠার গল্প। দর্শকদের জানাবেন তার বর্তমান ব্যস্ততা এবং সংসার জীবনের গল্প। অনুষ্ঠানের মাধ্যমে দর্শক জানতে পারবেন তিশার জীবনের অনেক না বলা কথা।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com