সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:18 AM, October 11, 2014
বিনোদন ডেস্ক :ভারতীয় সেন্সর বোর্ড আপকামিং তেলেগু ছবি ‘কারেন্ট থিগা’কে ‘এ’ সার্টিফিকেট দিয়েছেন৷ তার একমাত্র কারণ সানি লিওন৷ এই ছবিতে সানির একটি আইটেম নাম্বার রয়েছে বলেই ছবিকে ‘এ’ গ্রেড ক্যাটাগরিতে ফেলেছে সেন্সর বোর্ড৷
ছবির প্রোডাকশন হাউসের তরফ থেকে জানানো হয়েছে যে, এই ছবি সেন্সর বোর্জের সদস্যদের ভালই লেগেছে৷ তবে এই ছবিতে সানির আইটমে না থাকলে ছবিটি ‘ইউ’ সার্টিফিকেট পেত৷
জি নাগেশ্বর রেড্ডি পরিচালিত ‘কারেন্ট থিগা’ ছবিতে মনোজ মঞ্চু, রকুল প্রিত সিং ও জগপতি বাবু প্রধান ভূমিকায় রয়েছেন৷ ১৭ অক্টোবর মুর্তি পেতে চলা এই ছবি তামিল ফিল্ম ‘বৃথা পড়তা বলবীর সঙ্গম’ ছবির তেলেগু রিমেক৷
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com