যার বিয়ে তার খবর নেই

প্রকাশিত: 7:18 AM, August 13, 2015

zoniপ্রান্ত ডেস্ক:ঢাকাই চলচ্চিত্রের ‘ম্যাডাম ফুলি’ খ্যাত অভিনেত্রী সিমলা আবারো বিয়ে করছেন এমন খবর দেশের বেশ কয়েক গণমাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু সিমলা নিজেও জানেন না কবে-কখন-কার সাথে তিনি বিয়ে করছেন। এ খবর শোনার পর তিনি রীতিমত বিস্মিত হয়েছেন।
তিনি বলেন, ‘বিয়ে যদি করি তবে লুকিয়ে কেন করতে যাবো? যার বিয়ে তার খবর নেই, পাড়া-পড়শির ঘুম নেই, ব্যাপারটা অনেকটাই এমন হয়েছে। আমার বিয়ের খবর পুরোটাই গুজব এবং বানোয়াট।’
তিনি আরো বলেন, ‘যতটুকু জানি আমার পরিবারের কেউ বিয়ের বিষয়ে কারও সঙ্গে কথা বলেননি। সত্যিই বিষয়টি নিয়ে খুব হতাশ হয়েছি।’
আলাপের একফাঁকে সিমলা এও বলেন, ‘বেশ কিছু দিন যাবত আমার মায়ের শারীরিক অবস্থা তেমন ভালো না। আর এই মূহুর্তে বিয়ের কোন প্রশ্নই ওঠে না। আমার বন্ধুমহল, আত্মীয়স্বজন সবার মাঝে এভাবে বিভ্রান্ত ছড়ানোর কোন মানে হয় না!’

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 65 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ