নাচের ঝলকানি দেখাতে চান ক্যাট

প্রকাশিত: 10:52 AM, October 9, 2014

নাচের ঝলকানি দেখাতে চান ক্যাট

Katrina-Kaif-3বিনোদন ডেস্ক : ব্যাং ব্যাং ছবির সাফল্যের পর এবার নাচ ভিত্তিক চলচ্চিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বলিউড তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এর আগে শিলা কি জাওয়ানি, চিকনি চামেলি, কামলির পর সম্প্রতি তু মেরি গানে তার নাচের ঝলকানি দেখিয়ে দর্শকদের মাত করেছেন তিনি।
তিনি নাচকে অনেক ভালোবাসেন এবং নাচের ব্যাপারে তার অনেক আগ্রহ রয়েছে। সেজন্যই তিনি নাচের ছবিতে কাজ করতে চান বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
ক্যাটরিনা বলেন, আমি নাচ খুব ভালোবাসি। যদি হলিউডের নাচ ভিত্তিক ছবি স্টেপ আপ এর মতো স্ক্রিপ্ট পাই তাহলে অবশ্যই সে ছবিতে কাজ করব। ক্যাটরিনা ব্যাং ব্যাং ছবিতে তার সহ অভিনেতা ঋত্বিক রোশনের নাচেরও অনেক প্রশংসা করেন।
ব্যাং ব্যাং সিনেমায় ক্যাটরিনাকে নিয়ে সমালোচনার প্রসঙ্গেও কথা বলেন তিনি। ক্যাট বলেন, আপনারা যদি আমার ছবি পছন্দ করেন তাহলে, আমার ছবি দেখবেন। যদি পছন্দ না করেন তাহলে দেখবেন না। আপনাদেরকে কেউ ছবি দেখার জন্য জোর করছে না।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 88 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ