সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 3:16 AM, January 28, 2016
এই প্রথমবারের মতো কোনো নারী পুলিশ প্যারেডের দায়িত্ব পালন করলেন। দায়িত্বপালনকারী সেই নারী পুলিশ কর্মকর্তার নাম শামসুন্নাহার।
২৬ জানুয়ারী মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনে জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্যারেড অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
শামসুন্নাহার চাঁদপুর জেলার পুলিশ সুপার। মঙ্গলবার সকালে সারা দেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সমন্বয়ে গঠিত ১৩টি কন্টিনজেন্টের এই প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী।
এতে অংশ নেন সহস্রাধিক পুলিশ সদস্য। লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নে প্যারেড অধিনায়ক হিসেবে দায়িত্বপালনকে একটি নতুন মাইলফলক হিসেবেই দেখছেন সবাই।
সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য ১শ ২জন পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক দেয়া হয়। প্রধানমন্ত্রী পদক প্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com