ঈদের নাটকে ইমরুল কায়েস

প্রকাশিত: 8:38 AM, July 22, 2015

zoniপ্রান্ত ডেস্ক:টেস্টে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত মুখ ইমরুল কায়েস অভিনয় করলেন। ‘ফুলকুমারী’ নামের একটি নাটকে দেখা যাবে তাকে।
গল্পে অবশ্য ইমরুলের চরিত্রটি ক্রিকেটারেরই। বিজরী বরকতউল্লাহ তার ভক্ত। একদিন তার সঙ্গে দেখা হওয়ার পর কথাবার্তার এক পর্যায়ে তার অটোগ্রাফ নেন বিজরী।
নাটকটিতে আরও আছেন ইন্তেখাব দিনার ও নাদিয়া আহমেদ। এটি লিখেছেন – রূপান্তর, পরিচালনায় জামালউদ্দীন জামিল। আগামীকাল বৃহস্পতিবার ঈদের ষষ্ঠ দিন দুপুর ২টা ৩০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হবে ‘ফুলকুমারী’।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 95 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ