সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:16 AM, July 2, 2015
প্রান্ত ডেস্ক:সাবিনা ইয়াসমিন এবং তার মেয়ে বাঁধন এবং নৃত্যশিল্পী মৌ ও তার মেয়ে পুষ্পিতা একই পরিবেশনায় অংশ নিলেন। সাবিনা ও বাঁধন গেয়েছেন, মৌ ও পুষ্পিতা নেচেছেন। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে দেখা যাবে এই দৃশ্য।
সাবিনা-বাঁধনের গাওয়া ‘সপ্তস্বরের শিখা আমি, নতুন আলো জ্বেলে দিলাম’ কথার গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীতায়োজনে ফরিদ আহমেদ। যৌথভাবে নৃত্যটি পরিচালনা করেছেন ফারহানা চৌধুরী বেবী ও সাদিয়া ইসলাম মৌ। নাচে মৌ ও পুষ্পিতার সঙ্গে অংশ নিয়েছে বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টসের একদল নৃত্যশিল্পী।
অনুষ্ঠানের নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন থেকে জানানো হয়, সবসময় যে ধরণের নাচ ও গানের মিউজিক শুনে দর্শকরা অভ্যস্ত, এ গান ও নাচ তার চেয়ে ব্যতিক্রমী। মিউজিক ও নাচের মুদ্রায় গানের সঙ্গে নাচের অপূর্ব সমন্বয় করা হয়েছে।
বিটিভির এবারের ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে ‘ইত্যাদি’। পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com