ফের রিয়াজ-নাদিয়া

প্রকাশিত: 9:27 AM, June 25, 2015

ফের রিয়াজ-নাদিয়া

zoniপ্রান্ত ডেস্ক:ফের একসঙ্গে ছোট পর্দায় দেখা যাবে রিয়াজ নাদিয়াকে। আবু রায়হান জুয়েলের পরিচালনায় নাটকটির নাম ‘আত্ম উপলব্ধি’। এতে অভিনয় প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘নাদিয়ার সঙ্গে আবারও অভিনয় করে ভালো লেগেছে। আশা করি, ‘আত্ম উপলব্ধি’ নাটকটি দর্শকের ভালো লাগবে।’
নাদিয়া বলেন, ‘রিয়াজ ভাইয়ের সঙ্গে এর আগেও কাজ করেছি। শিল্পী হিসেবে তিনি উঁচুমাপের। দর্শকের কাছে বিশেষ অনুরোধ থাকবে, জীবন ঘনিষ্ঠ গল্পের এ নাটকটি দেখার জন্য।’
নাটকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মাজনুন মিজান। রিয়াজ ও নাদিয়া গত বছর সকাল আহমেদের নির্দেশনায় ‘গল্পটি গল্প ছিলো না’ নাটকে অভিনয় করেছিলেন। এটি গত বছর ঈদুল ফিতরে প্রচার হয়েছিল।
এদিকে আসছে ঈদ উপলক্ষে নাদিয়া বিভিন্ন একক নাটকে অভিনয়ের পাশাপাশি অনিরুদ্ধ রাসেলের নির্দেশনায় একটি ঈদ ধারাবাহিক নাটকেও কাজ করছেন। রিয়াজ জানান, আসছে ঈদের আগ পর্যন্ত তিনি বেশ কিছু নাটক-টেলিফিল্মে অভিনয় করবেন। জানা গেছে ‘আত্ম উপলব্ধি’ নাটকটি দেশ টিভিতে প্রচারিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 70 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ