সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 7:53 AM, June 22, 2015
চেক প্রতারণা মামলায় চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার সকালে ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান এ পরোয়ানা জারি করেন। আদালতে বাদীপক্ষের আইনজীবী রোকন রেজা শেখ আদালতে শুনানি করেন।
তিনি সাংবাদিকদের বলেন, ১ কোটি ৬৭ লাখ টাকার একটি চেক ডিজঅনার মামলায় আহমেদ শরীফকে সমন দেওয়া হয়েছিল। সময় পেয়েও তিনি আদালতে না আসায় তার বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
মোশাররফ হোসেন সুমন নামক জনৈক ব্যবসায়ী এ মামলাটি দায়ের করেছিলেন।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com