সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 9:08 AM, June 12, 2015
সামিনা চৌধুরীর কণ্ঠে অনেক গান শুনেছেন। এবার তার অভিনয় দেখার পালা। ‘ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। এটি রচনা-পরিচালনায় রয়েছেন তারিক মুহাম্মদ হাসান। সামিনা বলেন, ‘নির্মাতার অনুরোধে ক্যামেরার সামনে দাঁড়াতে সম্মতি দিয়েছি। আমার অভিনয় কেমন হবে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছি খুব। কিন্তু করছি যেহেতু মনোযোগ দিয়েই করব।’
সামিনা আরও বলেন, ‘নাটকের গল্পটি আমাকে আকৃষ্ট করেছে। অন্যদিকে পরিচিতজনরাও খুব উৎসাহ দিচ্ছে। তাই রাজি হয়েছি। কিন্তু কিছুটা ভয়ে আছি ৫২ পর্বের নাটক বলে।’
নাটকের গল্পে এক বিধবা নারীর চরিত্রে দেখা যাবে সামিনা চৌধুরীকে। এক সন্তানের জননী সে। হঠাৎ একদিন এক খুনির সঙ্গে পরিচয় হয় তার। এরপরই কাহিনী ক্রমশ রহস্যময় হয়ে উঠতে থাকে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com