সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 7:25 AM, June 9, 2015
পরিচালক হাবিবুল ইসলাম হাবিবের ‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রের শুটিং চলছে। গত দুইদিন বিভিন্ন স্পর্টে শুটিংয়ে দেখা যায় চিত্রনায়কা মৌসুমীকে একজন হিজড়া বিভিন্নভাবে প্রত্যারিত করার চেষ্ঠা করছে। কিন্তু মৌসুমী সেটা বুঝতে পারছে। এমনই একটি দৃশ্যে মৌসুমীকে ফুটিয়ে তুলছে ক্যামেরায় পরিচালক হাবিব। মৌসুমীর সঙ্গে হিজরার চরিত্রে দেখা যায় আনন জামানকে।
ছবিতে মৌসুমী ময়না চরিত্রে অভিনয় করছেন। সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনার কাজটি করছেন হাবিবুল ইসলাম হাবিব। ছবিতে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে মৌসুমী বললেন, ‘দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজ করছি। এখন গতানুগতিক চরিত্রের বাইরে গিয়ে ছবি করতে চাই। হাবিবুল ইসলাম হাবিরের লেখা চিত্রনাট্যটি পড়ে মনে হলো, এখানে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে। আমার বিশ্বাস, দর্শকেরাও চাইছেন, বর্তমান সময়ে আমি যেন ভিন্ন ধরনের চরিত্রে কাজ করি।’
ছবিটির পরিচালক হাবিব জানান, ‘ছবিটি একটি মেয়ের একটি রাতের ঘটনা নিয়ে নির্মাণ করা হচ্ছে। একটি মেয়ে রাতে একা একা রাস্তায় কোন ধরনের বিপদে পড়ে এমন একটি গল্পে এগিয়ে যাবে ছবিটি। ৩ জুন থেকে একটানা রাতে শুটিং করছি। এর মধ্যে শুটিংয়ে অংশ নিয়েছেন সালাউদ্দিন লাভলু, মৌসুমী ও সাচ্চু। “
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com