সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 10:38 AM, June 1, 2015
কন্যা সন্তানের বাবা হলেন চিত্রনায়ক রিয়াজ। গত শনিবার দুপুর আড়াইটায় মেয়ের মুখ দেখেন রিয়াজ-তিনা দম্পতি। রাজধানীর স্কয়ার হাসপাতালে ডা. নার্গিস ফাতেমার তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে ভূমিষ্ঠ হয় নবজাতক। জন্মের সময় বাচ্চার ওজন ছিল ২.২০ কেজি। তিনা ও সন্তান উভয়েই সুস্থ আছেন।
বাবা হওয়ার আনন্দে উচ্ছ্বাসিত রিয়াজ বলেন, ‘এটা অন্যরকম এক অনুভূতি। যা বলে বোঝোনো সম্ভব নয়। তবে আমি একটু পরে সংবাদটি দিতে চেয়েছিলাম। তারপরও অনেকে জেনে শুভেচ্ছা জানাচ্ছেন। এগুলো গ্রহণ করতেও ভিন্ন অনুভূতি হচ্ছে।’
এ অভিনেতা জানালেন, শিগগিরই মা ও সন্তান বাসায় ফিরবেন। তখন বাচ্চার নাম রাখা হবে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com