সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 9:58 AM, June 1, 2015
ফেইসবুকে সেলফি তোলা, কখনও কখনও শখের বশে ফটোশেসন। বন্ধুদের কাছ থেকে বাহবা, তুমি তো অনেক সুন্দর, অভিনয় কর না কেন? এভাবেই আস্তে আস্তে আগ্রহ জন্মে মিডিয়া জগতে। বলছি নর্দান ইউনিভার্সিটির বিবিএর ছাত্রী তানহা তাসনিয়ার কথা।
ফেসবুক পাগল এ মেয়েটি সেলফির পর সেলফি দিয়ে ভরিয়ে রাখেন নিজের ফেসবুকের দেয়াল। টুকটাক মডেলিং আর পড়াশোনাতেই বেশ চলছিল তানহার। এমন সময়েই একদিন ফেসবুকে দেখা হয়ে যায় মডেল ও চিত্রনায়ক নিরবের সঙ্গে।
কে আগে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছিলো তা মনে না করতে পারলেও জমে ওঠে নিরবের সঙ্গে তানহার বন্ধুত্ব। এভাবে চলতে চলতেই একদিন তানহাকে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়ে বসলেন নিরব। তানহার তো তখন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো অবস্থা। গল্পও পছন্দ হয়ে গেল তার। এভাবেই তানহার অভিষেক হয় সিনেমায়। রফিক শিকদার পরিচালিত ‘ভোলা তো যায় না তারে’ ছবিটির কাজও এখন শেষের পথে।
এদিকে ছবির কাজ শেষ হতে না হতেই তার হাতে চলে এসেছে ‘শফিক হাসান পরিচালিত ‘ধুমকেতু’ ছবির কাজ। এ ছবিতে তার নায়ক শাকিব খান।
শাকিব খানের মতো বড় একজন তারকার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা এখনো তানহার কাছে স্বপ্নের মতোই মনে হচ্ছে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com