সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 8:36 AM, May 27, 2015
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়েদের নিয়ে আগ্রহের শেষ নেই সমগ্র পৃথিবীর যুবকদের। যাদের এক একটি টুইট ও ফেসবুক স্ট্যাটাসের নিচে মুহূর্তেই ভরে যায় লাইক-কমেন্টেসে। সেই মেয়েকে বিয়ে করার স্বপ্নে বিভোর কেনিয়ার এক আইনজীবী। জানিয়েছেন, মেয়ে বিয়ে দিলে শ্বশুরকে ৫০টি গরু, ৭০টি ভেড়া ও ৩০টি ছাগল উপহার দেবেন তিনি।
বারাক ওবামার মেয়ে মালিয়াকে বিয়ে করতে চান আইনজীবী ফেলিক্স কিপ্রোনো। জুলাই মাসে যখন ওবামা কেনিয়া সফরে যাবেন তখন তাঁর সঙ্গে এ বিষয়ে আলোচনা করতেও প্রস্তুত বলে জানিয়েছেন ফেলিক্স। ফেলিক্স বলেন, ‘২০০৮ সাল থেকেই মালিয়ার বিষয়ে আগ্রহী আমি। তারপর থেকে এখনও পর্যন্ত কারো সঙ্গে ডেটেও যায়নি আমি। ওর প্রতি বিশ্বস্ত থাকার সিদ্ধান্ত নিয়েছি। এই বিষয়ে ইতিমধ্যেই পরিবারের সঙ্গে কথা বলেছি।’
এখানেই শেষ নয়, ওবামাকে নাকি চিঠিও লিখছেন ফেলিক্স। ওই চিঠিতে তিনি ওবামার কাছে আবেদন জানাবেন যাতে কেনিয়া সফরে নিজের মেয়ে মালিয়াকেও নিয়ে আসেন তিনি। ফেলিক্সের আশা ওবামা তাকে নিরাশ করবেন না। তার স্বপ্ন বিয়ের পর তিনি ও মালিয়া খুব সাধারণ জীবনযাপন করবেন।
ফেলিক্স বলেন, ‘আমি মালিয়াকে শেখাব কীভাবে গরুর দুধ দোয়াতে হয়, খাবার বানাতে হয়।’
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com