‘ইত্যাদি’ এবার গাজীপুরে

প্রকাশিত: 5:39 AM, May 25, 2015

‘ইত্যাদি’ এবার গাজীপুরে

zoniদেশের বিভিন্ন স্থান পরিভ্রমণের পর এবার গাজীপুরে ধারণ করা হলো ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। সম্প্রতি জেলার সফিপুর আনসার একাডেমিতে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের পর্বে রয়েছে দুই বন্ধুর বন্ধুত্বের সুবর্ণজয়ন্তী, উপমহাদেশের প্রথম চর্যাপদ মুখস্থকারী জাকেরুল ইসলাম কায়েস এবং আনসার-ভিডিপিকে নিয়ে ভিন্নধর্মী প্রতিবেদন। মূল গান রয়েছে একটি। এটি গেয়েছেন গাজীপুরের খ্যাতিমান শিল্পী মিনা বড়ূয়া। সঙ্গে রয়েছে অর্ধশতাধিক শিল্পীর নৃত্য। ‘মে দিবস’ উপলক্ষে যন্ত্রসঙ্গীত ছাড়াও রয়েছে আহমেদ রুবেল পরিবেশিত পথ কবিতা। নিয়মিত পর্বে মামা-ভাগ্নে, নানা-নাতি ও চিঠি বিভাগসহ বেশ কয়েকটি নাট্যাংশ। এতে অভিনয় করেছেন কেএস ফিরোজ, আবদুল আজিজ, শবনম পারভীন, আবদুল কাদের, জিল্লুর রহমান, আফজাল শরীফ, কাজী আসাদ প্রমুখ।
‘ইত্যাদি’ গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। ২৯ মে রাত ৮টা ৩০ মিনিটে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে এটি।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 75 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ