সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 1:25 AM, July 12, 2016
মোঃফরিদ মিয়া সুনামগঞ্জ:সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের উদ্দ্যোগে, দেশ জুরে উগ্রসাম্প্রদায়িক গোষ্টির জঙ্গি হামলা সংখ্যালগু পুরোহিত সেবায়েত হত্যা ঢাকা গুলশানের হোটেলে হত্যাজজ্ঞ ও শোলাকিয়ায় ঈদের জামাতে বোমা হামলার প্রতিবাদে গতকাল রবিবার বিকাল ৪ঘটিকার সময় স্তানিয় আলফাত উদ্দিন স্কয়ার, ট্রাপিক পয়েন্টে, এক প্রতিবাদ সভা অনোষ্টিত হয়,সভার শুরুতেই সভানেত্রি উপস্তিত সকলকে সপথ বাক্য পাট করান মহান মুক্তিযুদ্বের সত্য বাস্তবায়ন দেশেকে সুখিসমৃদ্বিশালি দেশের সংস্কৃতিশান্তি শৃংখলা রক্ষায় সকল অপশক্তির মোকাবেলা করে জঙ্গিবাদ নির্মুলে নিবৃকভাবে মুক্তিযুদ্বের চেতনাকে দ্বারন করে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে শক্তিসালি ভুমিকা রাখব,আরও বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদিকা শরিফা আশরাফি,সাংবাদিক শামস শামিম,এডভোকেট এনাম,এডভোকেট প্রশেনজিৎ, পৌর কাউন্সিলার চঞ্চল কুমার লৌহ,ওজাহাঙ্গির আলম প্রমুখ।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com